এসএসডি (SSD) ও এসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য


    SSD


    এসএসডি  (SSD) এর পুর্ন রূপ হল Solid State Drive ।  এটি কোন হার্ড ডিস্ক নয় তবে হার্ড ডিস্কের মতই একটি ড্রাইভ যা হার্ড ডিস্কের  এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন ।

    বর্তমানে এসএসডি  (SSD) সর্বাধুনিক স্টোরেজ ডিভাইস । এটি দেখতে  আকারে অনেক ছোট এবং গতিসম্পন্ন । SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র থাকে না । এটিতে বিভিন্ন  ধারণ-ক্ষমতার মেমোরি চিপ বসানো থাকে এবং সবগুলো চিপের ধারণ-ক্ষমতা মিলেই একটি এসএসডি (SSD)। এগুলো তথ্য সরবরাহ ও ডেটা tranasfer এর ক্ষমতা রাখে।

    বর্তমানে এই ধরনের ডিভাইস (SSD) উচ্চমানের ডেক্সটপ , ল্যাপটপ-এ ব্যবহার করা হয় । এসএসডি  (SSD) একটি ব্যয়বহুল ডিভাইস ।

    এসএসডি (SSD) ও এসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য

    HDD


    এইসডিডি (HDD) এর পুর্ন রূপ হল Hard disk drive। Hard Disk Drive ১৯৫৬ সালে আইবিএম সর্বপ্রথম আবিষ্কার করেন । Hard Disk এর  মধ্যে কিছু spinning platter থাকে যা খুব দ্রুত প্লেটগুলো ঘোরে । ম্যগনেসিটম বা চুম্বকত্ব ব্যবহার করে ডাটা স্টোর করা হয় । প্লেটগুলোর উপর রিড এবং রাইড থাকে যার মাধ্যমে প্লেটগুলোকে রিড রাইড করা হয়। এই Hard Disk এর প্লেট যতো speed -এ  ঘুরবে প্লেটগুলো ততো বেশিই speed -এ ঘুরবে ।

    নিচে এসএসডি  (SSD) ও এইসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য নিয়ে আলচনা করা হল-


    এসএসডি  (SSD)-



    • এসএসডি  (SSD) হার্ড- ড্রাইভ থেকে প্রায় ২০গুন ফাস্ট যা ওয়েবসাইটের লোডিং স্পীড বহুগুণে বাড়িয়ে দেয়। হার্ডড্রাইভের   তুলনায় গরম হয় কম এবং এটি অধিক নির্ভরযোগ্য।
    • হোস্টিং কোম্পানি এবং ই-কমার্স ব্যবসায়ীদের সফলাতার জন্য ওয়েব সাইটের লোডিং স্পীড খুবই গুরুত্তপুর্ন ।
    • এসএসডি (SSD) ব্যাবহারকারি ওয়েবসাইট গুলো ভিজিটরদের ভালো ব্রাউজিং এর সুযোগ দেয়। যা SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই কার্যকরী । 
    • এসএসডি (SSD), ফাইল ওপেন এর গতিতে ৩০ গুন ফাস্ট, Operating System বুথ সময় নেয় ১০ থেকে ১৩ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট speed ২০০ সেকেন্ডে থেকে ৫৫০ এমবি।
    •  SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র না থাকায় কোন সাউন্ড হয় না । 
    • এছাড়া এসএসডি (SSD) ড্রাইভে ব্যবহারিত SATA এবং SAS , সাধারণ ড্রাইভ থেকে  তুলনায় ২০%-৩০% কম বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে কম শক্তি ব্যয় করে। 

    এইসডিডি (HDD)-



    • এইসডিডি (HDD)  এসএসডি (SSD) তুলনায় প্রায় ২০গুন স্লো এবং মুভিং পাস থাকার ফলে নষ্ট  হওয়ার সম্ভবনা বেশি 
    • হার্ডড্রাইভ   তুলনামুলক গরম ও সাউন্ড  হয় বেশি এবং এটির নির্ভরযোগ্যতা  খুবই কম ।
    • এইসডিডি (HDD), এসএসডি  (SSD) তুলনায় ২০%-৩০% বেশি  বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি খরচ হয় । 
    •  Operating System বুথ সময় নেয় ৩০-৪০ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট speed  ৫০-১২০ এমবি।

    Post navigation


    Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
    NextGen Digital... Welcome to WhatsApp chat
    Howdy! How can we help you today?
    Type here...