ফেসবুক মেসেঞ্জারের নতুন ডিজাইন এলো

এন্ড্রয়েড ও আইওএসের জন্য এলো ফেসবুক মেসেঞ্জারের নতুন ডিজাইন। ইতোমধ্যে যারা মেসেঞ্জার আপডেট করেছেন তারা এই নতুন ম্যাসেঞ্জার ডিজাইন পেয়ে গিয়েছেন।

মেসেঞ্জার এর নতুন ডিজাইনে নতুন তেমন কোন ফিচার না থাকলেও পুরাতন ভার্সন থেকে কিছু ফিচার বাদ গেছে।

The new design of Facebook Messenger has arrived


মেসেঞ্জার থেকে ডিসকভার ট্যাব বাদ দেয়া হয়েছে। আপনি হয়তো খেয়াল করেছেন মেসেঞ্জার ওপেন করলে নিচের দিকে ডান কোণায় এতদিন ডিসকভার নামে একটি ফিচার দেখা যেত।

সেখানে একটি কম্পাসের আইকন ছিল। ওখানে ক্লিক করলে আপনি মেসেঞ্জার বট দেখতে পেতেন যেগুলোর সাথে আপনি চ্যাট করতে পারতেন। এছাড়া ডিসকভার ট্যাবে আরও ছিল ইনস্ট্যান্ট গেমস, যেটা বাদ দেয়া হয়েছে নতুন এই আপডেটে।

messenger-redesign


নতুন এ পরিবর্তনের কারণে ফেসবুক মেসেঞ্জার আগের চেয়ে আরও বেশি প্রাইভেট বা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযোগী হলো।

এছাড়া এই আপডেটে ম্যাসেঞ্জারের পিপল ট্যাবে সর্বশেষ স্টোরি দেয়া বন্ধুদের দেখানো হবে।

This is a very helpful website. We can find our needy post or tips from this site . I think it is essential for us.
Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...